eibela24.com
শনিবার, ২৩, ফেব্রুয়ারি, ২০১৯
 

 
নড়াইলে পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ
আপডেট: ০৬:৫৭ pm ১৪-০৫-২০১৮
 
 


নড়াইল পুলিশ লাইন্স পুকুরে নিজের হাতে মাছের পোনা অবমুক্ত করলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন পিপিএম। 

সোমবার সকাল ৮টার দিকে নড়াইল জেলার পুলিশ লাইন্সে অবস্থিত পুকুরে বিভিন্ন প্রজাতির ৩৬০০০ মাছের পোনা অবমুক্ত করা হয়। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মোঃ জালাল উদ্দিন, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, নড়াইল পুলিশ লাইন্সের আর.আইসহ পুলিশ লাইন্সের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 

পোনা অবমুক্তকরণ শেষে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন পিপিএম বলেন, বর্তমানে বাংলাদেশ থেকে বিভিন্ন প্রজাতির মাছ দিনে দিনে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এ কারণে মাছে-ভাতে বাঙালি প্রবাদটাও ধীরে ধীরে মুছে যেতে শুরু করেছে। 

মৎস্য সম্প্রসারণের লক্ষে সকলকে নিজ বাড়ি সংলগ্ন পুকুরসহ বিভিন্ন জলাশয়ে মাছের পোনা ছাড়ার জন্য পুলিশ সুপার নিজেই উৎসাহ প্রদান করেন। তিনি আরও বলেন, মানুষের শরীরে অধিকাংশ আমিষের চাহিদা মাছ দ্বারাই পূরণ করা হয়ে থাকে। মৎস্য সম্প্রসারণে সকলকে একযোগে কাজ করার জন্য নড়াইলবাসীকে উদাত্ত আহ্বানও জানান তিনি। 


ইউআর/বিডি