eibela24.com
রবিবার, ২৪, মার্চ, ২০১৯
 

 
মনের অন্ধকার দূর করতে সাংস্কৃতিক চর্চা করতে হবে: আসাদুজ্জামান নূর
আপডেট: ০১:৪১ pm ১৬-০৫-২০১৮
 
 


সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, মনের অন্ধকার দূর করতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা করতে হবে।

মঙ্গলবার দুপুরে নীলফামারী সরকারি কলেজের স্নাতক সম্মান, পাসকোর্স ও স্নাতকোত্তর প্রথম ও শেষ বর্ষের ছাত্রছাত্রীদের বরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

আসাদুজ্জমান নূর বলেন, শিক্ষার উদ্দেশ্য প্রকৃত মানুষ হওয়া। সে মানুষ লেখাপড়া করে পরোপকারী, মানবিকও রুচিশীল হবে। আর সেটি শেখার জায়গা শিক্ষা প্রতিষ্ঠান। একটি সুন্দর দেশ, সুন্দর পৃথিবী গড়ার কাজ আমাদের সবার। সত্যিকার অর্থে জ্ঞানী হতে হলে পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, এর বাইরেও বই পড়তে হবে।

কলেজের অধ্যক্ষ দেবীপ্রসাদ রায়ের সভাপতিত্বে আরও বক্তৃব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ প্রমুখ।

নি এম/