eibela24.com
বুধবার, ২৭, মার্চ, ২০১৯
 

 
কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন বি এস ইয়েদুরাপ্পা
আপডেট: ১০:৩৭ am ১৭-০৫-২০১৮
 
 


কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন বি এস ইয়েদুরাপ্পা। বুধবার রাজ্যপাল ইয়েদুরাপ্পাকে শপথ নিতে বলার পর শপথগ্রহণে স্থগিতাদেশের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কংগ্রেস এবং জেডি এস। এরপর গভীর রাত পর্যন্ত নজিরবিহীনভাবে শীর্ষ আদালতে চলে শুনানি। এরপর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিতে অস্বীকার করে। বৃহস্পতিবার রাজভবনে শপথ নেন ইয়েদুরাপ্পা। তবে শুক্রবার বেলা সাড়ে দশটায় ফের এই মামলার শুনানি হবে।

বুধবার কর্ণাটকে সরকার গঠনের জন্য বিজেপি নেতা ইয়েদুরাপ্পাকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ডেকেছেন রাজ্যপাল বাজুভাই বালা। পাশাপাশি বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য ১৫ দিন সময় দেওয়া হয়।

সরকার গঠনের দাবি জানিয়ে ইয়েদুরাপ্পা রাজ্যপালকে যে চিঠি দিয়েছিলেন, সেই চিঠির কপি শীর্ষ আদালতে জমা দিতে বলা হয়েছে। 

প্রসঙ্গত, কর্নাটকের ২২৪টি বিধানসভা আসনের মধ্যে ২২২টি-তে ভোটগ্রহণ হয় ১২ মে। ১৫ মে ফলঘোষণা হয়। ১০৪টি আসন পায় বিজিপি। কংগ্রেস ও জেডিএস পায় যথাক্রমে ৭৮ ও ৩৮টি আসন। ত্রিশঙ্কু হওয়ায় সরকার গঠন নিয়ে তৈরি হয় জটিলতা। এর মধ্যে বিজিপির বিরুদ্ধে ঘোড়া কেনাবেচার অভিযোগ আনে কংগ্রেস ও জেডিএস। বুধবার রাজ্যপাল ইয়েদুরাপ্পাকে শপথ নিতে ডাকার পরই দিল্লির কংগ্রেস নেতারা এনিয়ে প্রশ্ন তোলেন। 

নি এম/