eibela24.com
রবিবার, ২১, জুলাই, ২০১৯
 

 
দেওয়ানগঞ্জে শশুর বাড়ী থেকে জামাইয়ের লাশ উদ্ধার 
আপডেট: ০৪:৫৩ pm ২২-০৫-২০১৮
 
 


জামালপুরের দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের পূর্ব খড়মা এলাকার শশুর বাড়ী থেকে থেকে রবিবার সকালে জামাইয়ের লাশ উদ্ধার করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ।
 
জানা যায়, পাচঁ বছর পূর্বে গাইবান্ধা জেলার শাঘাটা উপজেলার উল্লুশ সোনাতলার গ্রামের ভিক্কু রাম দাশের ছেলে সুনিল দাস (৩০)এর সাথে দেওয়ানগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পূর্ব খড়মা গ্রামের মহানন্দ দাসের মেয়ে মুক্তি রানীর সাথে বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে একটি সন্তানও রয়েছে। তিন মাস আগে মুক্তিরানী বাবার বাড়িতে এলে গত সপ্তাহে জামাই সুনিল দাস শশুর বাড়ীতে বউকে নেওয়ার জন্য আসে। এক পর্যায়ে গত শনিবার সকালে টাকা পয়সা লেনদেনকে কেন্দ্র করে শশুরের সাথে ঝগড়া করে বাড়ি থেকে বেড়িয়ে যায়। সন্ধ্যায় শশুড় বাড়ীতে ফিরে এসে উঠানে আহত অবস্থা পড়ে থাকায় পার্শ্ববর্তী লোকজন ডাক্তার আনলে মৃত্যু ঘোষণা করে। 

পুলিশ এ খবর পেয়ে রবিবার সকালে সুনিলের লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। 

দেওয়ানগঞ্জ মডেল থানা ভার প্রাপ্ত অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) আঃলতিফ জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠনো হয়েছে। মর্গের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। তবে এঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শশুর মহানন্দ দাস, শাশুরী মহারানী ও স্ত্রী মুক্তিরানীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নি এম/ওসমান