eibela24.com
বৃহস্পতিবার, ২৭, জুন, ২০১৯
 

 
কালীগঞ্জে মাদকের আখড়া ভেঙ্গে দিল পৌরসভা কর্তৃপক্ষ
আপডেট: ০৬:০০ pm ২৩-০৫-২০১৮
 
 


ঝিনাইদহের একটি মাদকের আখড়া ভেঙ্গে দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। বুধবার সকালে কালীগঞ্জ পৌরসভার নতুন বাজার এলাকার ব্রীকফিল্ডের পাশে অবস্থিত টিনের ঘরটি ভেঙ্গে দেয়া হয়। 

পৌর কৃর্তপক্ষ জানায়, দেশব্যাপী মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে কালীগঞ্জ পৌরএলাকাকে মাদক মুক্ত করার লক্ষ্যে সকালে মাদকের ওই আখড়াটি ভেঙ্গে দেওয়া হয়। সেখানে এলাকায় ২ জনচিহ্নিত মাদক ব্যবসায়ী মাদকবিক্রি ও সেবন করতো। তারা এখন পলাতক রয়েছে। এ অভিযানের নেতৃত্ব দেন কালীগঞ্জ পৌরসভারপ্যানেল মেয়র আশরাফুল আলম আশরাফ। এসময় কালীগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতিআবুল কালাম আজাদ সহবিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নি এম/মানকি