eibela24.com
বৃহস্পতিবার, ২৫, এপ্রিল, ২০১৯
 

 
বাহুবলে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
আপডেট: ০৬:০১ pm ২৪-০৫-২০১৮
 
 


হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে ফজর আলী (৪৫) নামের কৃষক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ মে) সকালে উপজেলার কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক উপজেলার লামাতাশি ইউনিয়নের কাশিপুর গ্রামের খুর্শেদ মিয়ার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে একটি বৈদ্যুতিক ছেড়া তাড়ের সঙ্গে জড়িয়ে পড়লে তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হন। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 

বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মুঠোফোনে এঘটনার সত্যতা নিশ্চিত করেন ।

নি এম/ছনি