eibela24.com
রবিবার, ২৪, ফেব্রুয়ারি, ২০১৯
 

 
কুতুবদিয়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
আপডেট: ১০:৪৭ am ২৬-০৫-২০১৮
 
 


কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে ডুবে একসাথে ২ শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৫ মে) লেমশীখালী মুন্সি মিয়াজির পাড়ায় পানি ডুবির ঘটনাটি ঘটেছে। নিহত তানজিয়া ও নিস্পা স্থানীয় উত্তর লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার জুমার নামাযের আগে ওই গ্রামের ইউনুছের শিশু কন্যা তানজিয়া (৫) তার চাচাতো বোন আবু মুছার কন্যা নিস্পা (৫) সবার অজান্তে পাশের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়।পরে আধঘন্টা পর দু’ জনকে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডা. মোস্তফা মনির মাসুদ শিশু দু’টিকে মৃত ঘোষনা করেন। 

পরিবারের বরাত দিয়ে কুতুবদিয়া থানা পুলিশের ওসি দিদারুল ফেরদৌস জানান, বাড়ির সবার অজান্তে খেলতে গিয়ে দুইজনই পুকুরে তলিয়ে যায়। পরে তাদেরকে পুকুর থেকে উদ্ধার করে বেলা দেড়টার দিকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে দেখার পর মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের মাতন চলছে।
নি এম/চঞ্চল