eibela24.com
মঙ্গলবার, ২৫, জুন, ২০১৯
 

 
ঠাকুরগাঁওয়ে বন্দুকযুদ্ধে নিহত ১
আপডেট: ১১:০০ am ২৬-০৫-২০১৮
 
 


ঠাকুরগাঁওয়ে কথিত বন্দুকযুদ্ধে মোবারক হোসেন কুট্টি (৪৪)নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত মোবারক সদর উপজেলার  ঠাকুরগাঁও রোড ছিট চিলারং গ্রামের মৃত শফির উদ্দিনের ছেলে।

শনিবার ভোর রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার পশ্চিম বেগুনবাড়ি গ্রামে পুলিশের মাদক বিরোধী অভিযানে এক বন্দুকযুদ্ধে এ ঘটনা ঘটে। 

এসময় পুলিশ ১শ পিস ইয়াবা উদ্ধার করে দাবি সদর থানার ওসি আব্দুল লতিফ মিয়ার। এ নিয়ে বন্দুক যুদ্ধে ঠাকুরগাঁওয়ে নিহতের সংখ্যা দাড়াঁলো ২।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার পশ্চিম বেগুনবাড়ি ইউনিয়নে অভিযান চালায়। এসময় কুট্টিসহ কয়েকজন মাদক ব্যবসায়ী পুলিশের উপড় হামলা চালায়। পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে মাদক ব্যসায়ী কুট্টি নিহত হয়। পরে ঘটনাস্থল থেকে কুট্টিকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে। 

নি এম/মো.সাদ্দাম