eibela24.com
মঙ্গলবার, ১৩, নভেম্বর, ২০১৮
 

 
মারা গেছেন অভিনেত্রী গীতা কাপুর
আপডেট: ০৫:৫১ pm ২৬-০৫-২০১৮
 
 


বলিউডের 'পাকিজা' খ্যাত ভেটেরান অভিনেত্রেী গীতা কাপুর মারা গেছেন। ভারতীয় সময় শনিবার সকাল ৯টার সময় মুম্বাইয়ের এক বৃদ্ধাশ্রমে পরলোকগমন করেন এই অভিনেত্রী।  

ভারতীয় ছবির সোনালি যুগের এই অভিনেত্রী প্রায় শতাধিক ছবিতে অভিনয় করেন বলে জানা যায়। তবে তাঁর কো-অ্যাক্টরদের মতে এ সংখ্যা ২০ থেকে ২৫টি। তিনি ধর্মেন্দ্রর বিপরীতে 'রাজিয়া সুলতানা'তে অভিনয় করেন।

চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত টুইট বার্তায় তাঁর মৃত্যুর খরবটি নিশ্চিত করে লেখেন, শেষ পর্যন্ত চলে গেলেন গীতা জি। আমরা তাঁর জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। তবে তাঁকে হারিয়ে দিল মৃত্যু। গত এক বছর ধরে তিনি তাঁর সন্তানদের মুখ দেখার অপেক্ষায় ছিলেন, কিন্তু সেটা হয়নি। আমরা সব সময় তাঁকে আনন্দে রাখার চেষ্টা করতাম। কিন্তু আজ সকালে তাঁর সাথে সাথে আমরাও হেরে গেলাম।

নি এম/