eibela24.com
মঙ্গলবার, ২৩, জুলাই, ২০১৯
 

 
ভটভটির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো শিশুর 
আপডেট: ১০:০৬ pm ২৬-০৫-২০১৮
 
 


ইসলামপুরে অবৈধ ভটভটি চাকায় পৃষ্ঠ হয়ে প্রাণ গেলো রাকিব (১২) নামে এক শিশুর।

জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার পলবান্ধা ইউনিয়নের ইসলামপুর-সিরাজাবাদ সড়কের সরর্দার পাড়া বেইলী ব্রীজের নিকটে ঘটনাটি ঘটে। নিহত শিশু রাকিব ইসলামপুর থানা ঝাড়ুদার মুনু মিয়ার ছেলে। সে পূর্ব বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাকিব (১২) ও তার বড় ভাই রাসেল রিক্সা যোগে ইসলামপুর থেকে পলবান্ধা ইউনিয়নের পূর্ব বাহাদুরপুর গ্রামের বাড়ীতে যাচ্ছিল। ইসলামপুর-সিরাজাবাদ সড়কের সরদারপাড়া বেইলী ব্রীজের নিকট পৌঁছলে পিছন থেকে একটি অবৈধ ভটভটি রিক্সাটিকে ধাক্কা দেয়। এতে শিশু রাকিব ছিটকে ভটভটির চাকায় পিষ্ট হয়। ভটভটি গাড়ীটি তার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হয় তার বড় ভাই রাসেল। স্থানীয়রা উভয়কে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবৈধ ভটভটি ও ঘাতক চালকের বাড়ি একই ইউনিয়নের সিরাজাবাদ গ্রামে। ঘটনার পর ভটভটি চালক পালিয়ে যায়। 

এদিকে স্কুল ছাত্র রাকিবের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ইসলামপুর থানার ওসি শাহীনুজ্জাম খান শহীন জানান, সড়ক দুর্ঘটনায় রাকিব নামের এক শিশুর নিহত হওয়ার খবর পেয়েছি। সে আমাদের থানার ঝাড়ুদারের ছেলে। তবে কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে মামলা নিয়ে লাশের প্রাথমিক সুরতহাল করে মর্গে প্রেরণ করা হবে। 

ওএইচ/বিডি