eibela24.com
মঙ্গলবার, ১৩, নভেম্বর, ২০১৮
 

 
বিয়ের ২২ বছর পর শ্বশুরবাড়িতে মৌসুমী
আপডেট: ০৯:১৪ am ২৭-০৫-২০১৮
 
 


বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী-মৌসুমী বিয়ে করেছেন প্রায় ২২ বছর অতিবাহিত হয়েছে। ২২ বছরের বিবাহিত জীবনে একবারও শ্বশুরবাড়ি যাওযা হয়নি মৌসুমীর। এই প্রথম স্বামী ওমর সানীর সঙ্গে শ্বশুরবাড়ি ঘুরে এলেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। ওমর সানির পৈতৃক ভিটা বরিশালের গৌরনদীতে। কিন্তু তার বেড়ে ওঠা ঢাকায়। 

সম্প্রতি স্থানীয় একটি ফ্যাশন হাউজের শো-রুম উদ্বোধন করতেই মূলত সেখানে গিয়েছিলেন ওমর সানী-মৌসুমী। সেই সুযোগেই শ্বশুরবাড়ি যাওয়ার সুযোগ হয় মৌসুমীর।

ওমর সানী বলেন, আমি মনের মধ্যে বরিশালকে অনেক বেশি ধারণ করি। আমার ছেলে ও মেয়ের কাছে বরিশাল নিয়ে অনেক গল্প করি। কাজের চাপে খুব বেশি যাওয়া হয় না। এমনকি মৌসুমীকে নিয়ে আমার এটাই প্রথম বরিশাল যাওয়া। মনে অনেক শান্তি পেয়েছি। কারণ আমার চাচাতো ভাই ও বোনদের সাথে দেখা হয়েছে। মৌসুমীও অনেক পছন্দ করেছে বরিশাল। বরিশালের মানুষ তাকে অনেক সম্মান, ভালোবাসা দিয়েছে।’

নি এম/