eibela24.com
মঙ্গলবার, ১৮, জুন, ২০১৯
 

 
একটি রুপার আংটিই বদলে দিতে পারে আপনার জীবন!
আপডেট: ০৫:০৫ pm ২৭-০৫-২০১৮
 
 


সোনার গয়না পরতে কে না ভালবাসেন! দাম যতই হোক না কেন, এক টুকরো সোনা তবু চাই। কিন্তু জানেন কি বৈদিক জ্যোতিষ মতে, সোনার থেকেও দামি ধাতু হল রুপা। জ্যোতিষ মতে, রুপার একটি আংটিই আপনার জীবনের নানা বাধা কাটিয়ে ভাগ্যে অবিশ্বাস্য পরিবর্তন আনতে পারে

জ্যোতিষ মতে, বৃহস্পতি ও চন্দ্রের জন্য রুপাই সব থেকে কার্যকর ধাতু। অনেক শারীরিক সমস্যা থেকে মুক্তির দিশা হয়ে দাঁড়াতে পারে রুপার আংটি। তবে হাতের যে কোনও আঙুলে রুপার আংটি ফল না-ও পেতে পারেন। হাতের কনিস্টা আঙুলে রুপার আংটি ধারণ করলে ফল মিলবে দ্রুত।

বাজারে থেকে রুপার আংটি কিনে সঙ্গে সঙ্গে সেটিকে ধারণ করলে চলবে না। কোনও একটি বৃস্পতিবার পরিষ্কার জলে আংটিটিকে ডুবিয়ে রাখুন সারা রাত। তারপর সেটিকে ধারণ করুন। আংটি ধারণের আগে চন্দনে একবার ডুবিয়ে নিলে ভাল হয়। এতে শুভশক্তি আকৃষ্ট হবে আপনার প্রতি। বৃহস্পতি ও চন্দ্রের প্রভাবকে নিয়ন্ত্রণ করতে পারে রুপা। এর ফলে কোনও সিদ্ধান্ত গ্রহণের কালে আপনি স্থির থাকতে পারবেন। সর্দি-কাশি-ব্যথা-বেদনা থেকে মুক্তি দিতে পারে রুপার আংটি। মা কিংবা স্ত্রীর সুস্বাস্থ্য নিশ্চিত করতেও রুপোর আংটি খুবই কার্যকরী।

নি এম/