eibela24.com
মঙ্গলবার, ২৩, জুলাই, ২০১৯
 

 
ঝালকাঠিতে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত
আপডেট: ০৫:১৫ pm ২৮-০৫-২০১৮
 
 


ঝালকাঠিতে নানা আয়োজনের মধ্য দিয়ে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১০ টায় সদর হাসপাতাল থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর মূল মূল সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সদর হাসপাতালের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠত হয়। 

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা গোলাম ফরহাদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন ডা. জোবায়ের খান, ঝালকাঠি প্রেস ক্লাবের সাবেক সভাপতি চিত্তর রঞ্জন দত্ত, সিভিল সার্জন কার্যালয়ের জেষ্ঠ্য স্বাস্থ্য সহকারী শিক্ষা কর্মকর্তা গৌতম কুমার দাস ও দেশ বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ।

নি এম/আল-আমিন