eibela24.com
শুক্রবার, ১৯, জুলাই, ২০১৯
 

 
আজ দেরাদুন যাচ্ছে বাংলাদেশ টিম 
আপডেট: ০৯:০১ am ২৯-০৫-২০১৮
 
 


এসে গেল আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের টি-টোয়েন্টি সিরিজ। ৩ জুন ভারতের উত্তরখন্ডের রাজধানী দেরাদুনে শুরু হবে তিন ম্যাচের সিরিজটি। প্রস্তুতির পালা শেষ। মঙ্গলবার সকালে দেরাদুনের উদ্দেশ্যে যাত্রা করবে বাংলাদেশ দল। 

ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, মঙ্গলবার সকাল দশটায় ফ্লাইট জাতীয় দলের। যেহেতু দেরাদুনে সরাসরি ফ্লাইট নেই। তাই জাতীয় দল যাবে ভেঙ্গে ভেঙ্গে, প্রথমে ঢাকা থেকে দিল্লী। এরপর দিল্লী থেকে দেরাদুনে।

এদিকে জাতীয় দল আজ সকালে ঢাকা ছাড়লেও অধিনায়ক সাকিব যাবেন দুদিন পর; ৩১ মে। ভারতের আইপিএল শেষে সোমবার দুপুরে মুম্বাই থেকে ঢাকায় ফিরে এসেছেন সাকিব। সাকিব দেশে দু’দিন থাকবেন। এরপর ৩১ মে গিয়ে দেরাদুন দলের সঙ্গে যোগ দেবেন।

একইভাবে তামিম ইকবালও দলের সাথে পরে মিলিত হবেন। প্রসঙ্গতঃ দেশ সেরা ওপেনার এখন ইংল্যান্ডের লন্ডনে। সেখানে ৩১ মে বিশ্ব একাদশের হয়ে ক্রিকেট তীর্থ লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রদর্শনী টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন তামিম। ওই ম্যাচ শেষে তামিম লন্ডন থেকে সরাসরি দেরাদুন চলে যাবেন।

যদিও ১ জুন দেরাদুনে বাংলাদেশ দলের প্রস্তুতি ম্যাচ। এখন সাকিব তার আগের দিন দেরাদুন গিয়ে গা গরমের ম্যাচ খেলবেন কি না, তা জানা যায়নি। তবে তামিমও ওই প্র্যাকটিস ম্যাচ মিস করবেন, তা বলেই দেয়া যায়।

প্রসঙ্গত ৩, ৫ ও ৭ জুন আফগানদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ টাইগারদের। তিনটি খেলাই দেরাদুনে। ওই সিরিজ শেষ করে দেশে ফিরেও তেমন বিশ্রাম মিলবে না ক্রিকেটারদের। সামনেই ওয়েস্ট ইন্ডিজ সফর। দুই ম্যাচের টেস্ট, তিন ওয়ানডে আর দুই টি-টোয়েন্টি খেলতে আগামী মাসের তৃতীয় সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজ যাবে টিম বাংলাদেশ।


বিডি