eibela24.com
বৃহস্পতিবার, ২৫, এপ্রিল, ২০১৯
 

 
ভারতে ঝড় ও বজ্রপাতে নিহত ৪০
আপডেট: ০৯:৩০ pm ২৯-০৫-২০১৮
 
 


 প্রবল ঝড় ও বজ্রপাত বিপর্যস্ত ভারতের উত্তর প্রদেশ, বিহার ও ঝাড়খণ্ডে ৪০ জনের প্রাণহানি ঘটেছে। বিহারেই মৃত্যু হয়েছে ১৯ জনের। প্রতিবেশী ঝাড়খণ্ডে বজ্রপাতে প্রাণ গিয়েছে ১২ জনের। আহত হয়েছেন ২৮ জন। ৯ জনের মৃত্যু হয়েছে উত্তর প্রদেশে।

রবিবার ও সোমবার উত্তর প্রদেশ, বিহার ও ঝাড়খণ্ডে এসব ঘটনা ঘটেছে। 

খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশটির বিহার, ঝাড়খণ্ড ও উত্তর প্রদেশে প্রচণ্ড ঝড়বৃষ্টি ও বজ্রপাতে এসব প্রাণহানি ঘটে। কর্মকর্তারা জানান, উত্তর প্রদেশের বিভিন্ন জায়গায় বজ্রপাতে নিহত হয়েছেন ১০ জন। আহত হয়েছেন ছয় জন।
 
এদিকে, রবিবার ঝড়ো বাতাস ও বজ্রপাতে ঝাড়খণ্ডে নিহত হয়েছেন ১৩ জন। আহত হয়েছেন অন্তত ২৮ জন। এছাড়া উপড়ে পড়েছে কয়েক ডজন গাছ ও বৈদ্যুতিক খুঁটি।  এছাড়া বিহারে দু’দিনে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন  ১৭ জন।
 
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর প্রদেশের বারাবানকি, গোরখাপুর, কুশিনগর ও আজমগর জেলায় পরবর্তী ২৪ ঘণ্টায় ঝড়ো-বাতাসসহ ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
 
আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছে, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার থাকতে পারে।
 
এছাড়া বিহারেও ঝড়ো বাতাস ও বজ্রপাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর। ঝড়ো বাতাস ও ভারি বৃষ্টি হতে পারে মহারাষ্ট্র, গোয়া, কেরালা ও কর্ণাটকের উপকূলীয় অঞ্চলেও।
 
চলতি মাসের শুরুতেই উত্তর প্রদেশের বিভিন্ন অংশে আছড়ে পড়ে প্রবল ঝড়-বৃষ্টি। তাতে মৃত্যু হয় ১৭০ জনের।

নি এম/