eibela24.com
বৃহস্পতিবার, ১৫, নভেম্বর, ২০১৮
 

 
ইন্দোনেশিয়ার মুসলিমরা কেন হিন্দু নাম রাখে জানেন
আপডেট: ০৮:০৭ pm ০৬-০৬-২০১৮
 
 


বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া৷ এখানে দুই শতাংশেরও কম হিন্দু রয়েছে৷ তারপরেও এখানে বেশিরভাগ ক্ষেত্রেই হিন্দুত্বের ছাপ স্পষ্ট৷ হিন্দু দেব-দেবীর পূজা হয় এখানে, পাশাপাশি ভাষাতেও তার প্রভাব রয়েছে৷

ইন্দোনেশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দ্বীপ জাভা, যেখানে ৬০শতাংশ জনবসতি৷ ১৩-১৫ শতকের মাঝে এখানে মাজাপাহিত নামের এক হিন্দু সাম্রাজ্য ফুলে ফেঁপে ওঠে৷ আর তার থেকেই এখানের সংস্কৃতি, ভাষা এবং ভূমির ওপর হিন্দু সংস্কৃতির ছাপ পড়ে যায়৷

ইন্দোনেশিয়ার অনেক জায়গা এবং অনেক ব্যক্তির নাম সংস্কৃতে জেনে অনেকেই অবাক হয়ে যান৷ অনেক মুসলিম মহিলাদের নাম এখানে বিদ্যা, প্রিয়া, কৃষ্ণা প্রমুখ৷ সংস্কৃত যেন এখানের অঙ্গ হয়ে উঠেছে বছরের পর বছর ধরে৷

ইন্দোনেশিয়ার ভাষাকে বাহাসা ইন্দোনেশিয়া বলা হয়৷ তাদের ভাষাতে সংস্কৃতের প্রভাব দেখা যায়৷ ইন্দোনেশিয়াতে একটা কথা প্রচলিত রয়েছে, নেম ইজ আ উইশ, অর্থাৎ সন্তানদের যেমন দেখতে চান অভিভাবকেরা তেমনই নাম রাখেন৷ অর্থাৎ সন্তানকে শক্তিশালী দেখতে চাইলে ভীম নামও রাখেন অনেকে৷


বিডি