eibela24.com
সোমবার, ২২, জুলাই, ২০১৯
 

 
ফরিদপুরে পানিতে ডুবে ৩ ভাই-বোনের মৃত্যু
আপডেট: ০৭:৫২ pm ১০-০৬-২০১৮
 
 


ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পানিতে ডুবে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে খেলতে গিয়ে তারা পুকুরে পড়ে গেছে।

রবিবার দুপুরে উপজেলার নূরুল্লাগঞ্জ ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তিন শিশু হলো জমির মাতুব্বরের মেয়ে জিমি (৮) ও ছেলে সাজ্জাদ (২) ও বাসার মাতুব্বরের মেয়ে মিম (৭)। বাসার মাতুব্বর ও জমির মাতুব্বর দুই ভাই।

শিশুদের পরিবার জানায়, তাঁদের বাড়ি পাশে একটি পুকুর আছে। ধারণা করা হচ্ছে, সেই পুকুর পাড়ে ওই তিন চাচাতো ভাই-বোন একসঙ্গে খেলছিল। খেলার একপর্যায়ে তারা পুকুরে পড়ে তলিয়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাঁদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিন জনকেই মৃত ঘোষণা করেন।

বাসার মাতুব্বরের অপর ভাই এনামুল মাতুব্বর বলেন,  জিমি ও সাজ্জাদকে নিয়ে তার বাবা জামের আলী সদরপুরে বসবাস করেন। রবিবার কাঁঠালবাড়িয়া মসজিদে পরিবারের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করেন জামের আলী মাতুব্বর ও তার ভাই বাশার মাতুব্বর। ইফতার মাহফিলের কারণে শনিবার সদরপুর থেকে কাঁঠালবাড়িয়া গ্রামের বাড়িতে আসেন জামের আলী। বাশার মাতুব্বর কাঁঠালবাড়িয়া গ্রামের বাড়িতেই বসবাস করেন।

নি এম/