eibela24.com
বুধবার, ২৭, মার্চ, ২০১৯
 

 
শ্রীমঙ্গলে প্রদীপ বৈদ্যের বসত বাড়িতে অগ্নিকাণ্ড
আপডেট: ০৮:১৮ pm ১০-০৬-২০১৮
 
 


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বসত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় এক বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে। 

রবিবার দুপুরে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের দক্ষিণ ভাড়াউড়া এলাকায় ঘটনাটি ঘটে।
 
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানান, দক্ষিণ ভাড়াউড়া এলাকার মৃত প্রদীপ বৈদ্যের ছেলে পলাশ বৈদ্য ও প্রাণতোষ বৈদ্যের বাড়িতে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে বাড়ির ভেতরে থাকা সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
 
পরে স্থানীয় ফায়ার ডিফেন্স স্টেশনে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন সেখানে উপস্থিত হয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
 
বাড়ির মালিক পলাশ বৈদ্য ও প্রাণতোষ বৈদ্য জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের ১৫ থেকে ২০ লাখ টাকা মূল্যমানের ক্ষয়-ক্ষতি হয়েছে।

নি এম/