eibela24.com
রবিবার, ২১, জুলাই, ২০১৯
 

 
আজ ৩৭ তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
আপডেট: ০৬:৩২ pm ১২-০৬-২০১৮
 
 


বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৩৭ তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে। এবার মোট ১ হাজার ৩১৪ জনকে ক্যাডার হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়েছে। পিএসসির জনসংযোগ কর্মকর্তা মেহেদি শাহনেওয়াজ জলিল এ তথ্য জানান।

সাধারন ক্যাডার ৪৬৫ জন, সহকারী সার্জন ২৭২ জন ও ডেন্টাল সার্জন হয়েছেন ৫১ জন। অন্যান্য কারিগরিতে ক্যাডার হয়েছেন ৩১৬ জন এবং শিক্ষা ক্যাডার হয়েছেন ২১০ জন। ৩ হাজার ৪৫৪ জনকে নন ক্যাডারে অপেক্ষমাণ রাখা হয়েছে। 

ফলাফল পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে পাওয়া যাবে। মোবাইলে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে ইংরেজিতে পিএসসি স্পেস ৩৭ স্পেস রেজিস্ট্রেশন নম্বর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।


বিডি