eibela24.com
মঙ্গলবার, ১৮, জুন, ২০১৯
 

 
হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ’র মিষ্টি বিনিময়
আপডেট: ০৬:৪৩ pm ১৬-০৬-২০১৮
 
 


পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে মিষ্টি বিনিময় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

শনিবার সকাল ১০টায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় এ মিষ্টি বিনিময় করা হয়।

এসময় বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আবু নাছের ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর এ্যালকাস সিংহার হাতে মিষ্টি তুলে দেন। এসময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানানো হয়। এসময় তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আবু নাছের জানান, সীমান্তে সৌহার্দ্য সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে দুই বাহিনী যেন একে অপরের সঙ্গে মিলেমিশে সীমান্তে তাদের দায়িত্ব পালন করতে পারে সেজন্য প্রতিবছর বাংলাদেশ ও ভারতের বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবগুলিতে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে।

বিডি