eibela24.com
সোমবার, ১৮, ফেব্রুয়ারি, ২০১৯
 

 
জাপানে শক্তিশালী ভূমিকম্প, নিহত ৩
আপডেট: ০৩:৩১ pm ১৮-০৬-২০১৮
 
 


সকালেই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো পূর্ব এশিয়ার দেশ জাপান। দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর ওসাকায় আঘাত হানা ওই ভূমিকম্পে প্রাথমিক দুইজনের প্রাণহানির খবর মিলেছে। এছাড়া ধ্বংস হয়েছে ও আগুনে পুড়েছে অনেক স্থাপনা।

সোমবার স্থানীয় সময় (১৮ জুন) সকাল ৮টা নাগাদ ভূমিকম্পটি আঘাত হানে। ৬.১ মাত্রার ওই ভূমিকম্পে কর্মস্থলমুখী মানুষের মধ্যে অতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো সুনামি সতর্কতা জারি হয়নি।

জাপানের সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, ভূমিকম্পের আঘাতে দেয়াল চাপায় নিহত তিনজনের একজন শিশু, অপরজন বৃদ্ধ। প্রায় ১ লাখ ৭০ হাজার ভবন বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

স্থানীয় পুলিশ জানায়, নিহত ব্যক্তিদের মধ্যে নয় বছরের একটি মেয়ে রয়েছে। ভূমিকম্পের সময় শিশুটি তার প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে হাঁটছিল। সেখানে দেয়াল ভেঙে তার ওপর পড়লে সে মারা যায়। এনএইচকে বলছে, দেয়াল ভেঙে পড়ে ৮০ বছরের আরেক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ছাড়া অপর ব্যক্তি নিজের বাসায় বইয়ের শেলফের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন।

যদিও এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবুও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যথাযথ পদক্ষেপ নিতে দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

নি এম/