eibela24.com
বৃহস্পতিবার, ২১, মার্চ, ২০১৯
 

 
পত্নীতলায় বাস চাপায় চাচা-ভাতিজা নিহত
আপডেট: ০৪:০৮ pm ১৮-০৬-২০১৮
 
 


নওগাঁর পত্নীতলা উপজেলার বাকরইল মোড়ে বাস চাপায়  চাচা জাহাঙ্গীর আলম(৩৭) ও তার ভাতিজা দুলাল হোসেন (২৫) নিহত হয়েছেন। ঈদের দিন সকাল সাড়ে ৬ টার দিকে এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। নিহত জাহাঙ্গীর আলম পত্নীতলা উপজেলার বনপুন দক্ষিন পাড়া গ্রামের তকিমুদ্দিনের ছেলে এবং  নিহত জাহাঙ্গীর আলমের ভাতিজা দুলাল হোসেন ইয়াকুব আলীর ছেলে। 

পত্নীতলা থানার পরিদর্শক (তদন্ত) জহুরুল হক জানান, বাড়ি থেকে মোটর সাইকেলযোগে পত্নীতলা সদরে ঈদ উপলক্ষ্যে গোশ্ত কিনতে যাবার সময় বাকরইল মোড়ে ঢাকা থেকে সাপাহারগামী হানিফ পরিবহনের একটি বাস ওই মোটর সাইকেলকে চাপা দেয়। ফলে ঘটনাস্থলেই চাচা জাহাঙ্গীর আলম মারা যান। গুরুতর আহত দুলালকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বেলা ১২ টার দিকে মারা যান দুলাল। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান পরিদর্শক জহুরুল হক।

নি এম/মুরাদ