eibela24.com
রবিবার, ২১, জুলাই, ২০১৯
 

 
ঠাকুরগাঁও‌য়ে বাস ও ট্রা‌ক মু‌খোমু‌খি সংঘ‌র্ষে আহত-৩০
আপডেট: ০৪:৩৪ pm ১৮-০৬-২০১৮
 
 


ঠাকুরগাঁও সদর উপ‌জেলা ২৯মাই‌লের আমানউল্লাহ ব্রীজ সংলগ্ন এলাকায় বিআর‌টি‌সি বাস ও ট্রা‌কের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে কমপ‌ক্ষে ৩০জন আহত হ‌য়ে‌ছে। 

স্থানীয় ও ফায়ারসা‌র্ভি‌সের উদ্ধারকর্মী‌দের সহ‌যো‌গিতায় আহত‌দের উদ্ধার ক‌রে ঠাকুরগাঁও সদর হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। তাৎক্ষ‌ণিক ভা‌বে আহত‌দের প‌রিচয় পাওয়া যায়‌নি।

স্থানীয়ও পু‌লিশ সু‌ত্রে জানা‌ গে‌ছে,‌ সোমবার সকা‌লে ঠাকুরগাঁও থে‌কে ছে‌ড়ে আসা খুলনাগামী বিআর‌টি বাস ও বিপরীত দিক থে‌কে আসা ট্রা‌কের মু‌খোমু‌খি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থ‌লে ৩০জন আহত হয়। প‌রে বা‌সে আটকা প‌ড়ে থাকা অবস্থায় বা‌সের হেলপা‌রের ডান পা কে‌টে উদ্ধার ক‌রে ফায়ার সা‌র্ভি‌সের উদ্ধার কর্মীরা।

নি এম/সাদ্দাম