eibela24.com
মঙ্গলবার, ১৬, জুলাই, ২০১৯
 

 
ময়মনসিংহে মাইক্রোবাস-অটো সংঘর্ষে নিহত ৩
আপডেট: ০২:২৫ pm ২০-০৬-২০১৮
 
 


ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।

মুক্তাগাছা থানার ওসি আলী আহম্মেদ মোল্লা দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানান, আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-মুক্তাগাছা আঞ্চলিক সড়কের সত্রাসিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মুক্তাগাছা পৌরসভার পিলখানা এলাকার রাজন (৪০), রুমেল (২০) ও অজ্ঞাত এক নারী (৩৫)।

ওসি আলী আহম্মেদ বলেন, অটোরিকশটি মুক্তাগাছা থেকে যাত্রী নিয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। 

লাশ তিনটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তবে মাইক্রোবাসের চালক পালিয়ে গেছে। 

নি এম/