eibela24.com
মঙ্গলবার, ২৫, জুন, ২০১৯
 

 
ডুমুরিয়ায় বাস উল্টে নিহত ৫, আহত ১৫
আপডেট: ০৩:৪৯ pm ২১-০৬-২০১৮
 
 


 খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হাসান জানান, ‘দুর্ঘটনা কবলিত বাসটি কয়রা থেকে যাত্রী নিয়ে খুলনায় আসছিল। বাসটি বরাতিয়া এলাকায় পৌঁছালে ব্রেক ফেল হয়। এ সময় চালক বাসটির নিয়ন্ত্রণ হারায়। ফলে বাসটি পার্শ্ববর্তী খাদে পড়ে উল্টে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ দুর্ঘটনা কবলিত যাত্রীদের উদ্ধার চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরাও উদ্ধার কাজে অংশ নেয়।’

তিনি জানান, ঘটনাস্থল থেকে পাঁচ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে তিন জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- কয়রা উপজেলার কালনা এলাকার ওহিদ গাজীর ছেলে শাহিনুর গাজী (৪০),  কয়রা উপজেলা সদরের লুৎফর রহমানের ছেলে শারিফুল ইসলাম (৩৫) ও কয়রা সদরের মোস্তফা গাজী (৩৫)।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, আহত অবস্থায় ১৫ জনকে উদ্ধার করে চুকনগর ও ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকৃত পাঁচটি লাশের অন্যগুলোর পরিচয় জানার প্রচেষ্টা চলছে। 

ময়নাতদন্তের জন্য লাশগুলো খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

নি এম/