eibela24.com
শুক্রবার, ১৯, জুলাই, ২০১৯
 

 
ভারতের ঝাড়খন্ডে স্থলমাইন বিস্ফোরণে ৬ পুলিশ নিহত
আপডেট: ০৯:১৮ am ২৭-০৬-২০১৮
 
 


ভারতের মাওবাদী অধ্যুষিত রাজ্য ঝাড়খণ্ডের ছত্তিশগড় সীমান্ত লাগোয়া গারোয়া জেলার চিনজো পাহাড়ি অঞ্চলে মাওবাদীদের পুঁতে রাখা স্থল মাইন বিস্ফোরণে ৬ পুলিশ সদস্য নিহত হয়েছে। আহত ১০ জন। 

মঙ্গলবার এ ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্যরা বিশেষ বাহিনী জাগুয়ারের সদস্য।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ঝাড়খন্ড পুলিশ গোপন সূত্রে খবর পায় মাওবাদীরা চিনজো পাহাড়ি অঞ্চলে জড়ো হয়েছে। ঝাড়খন্ডের বিশেষ বাহিনী জাগুয়ারের একটি দল ওই এলাকায় ঢুকতে গেলে মাওবাদীদের পুঁতে রাখা স্থলমাইনের বিস্ফোরণ ঘটে। এতে পুলিশ সদস্যদের বহনকারী বিশেষ যানটি বিধ্বস্ত হয়। ৬ পুলিশ সদস্য নিহত হন। আহত হন ১০ জন। মাওবাদীরা বিস্ফোরণ ঘটানোর পর শুরু করে গুলিবর্ষণ। এর জবাব দেয় পুলিশও। মঙ্গলবার রাতেই পুলিশের অতিরিক্ত বিশেষ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মাওবাদীদের সঙ্গে লড়াই শুরু করেছে।

ঝাড়খন্ডের পাহাড়ি এলাকাটি দীর্ঘদিন ধরে মাওবাদীরা নিয়ন্ত্রণ করে আসছিল। এলাকাটি মুক্ত করতে কোবরা বাহিনী, সিআরপিএফ, জাগুয়ার বাহিনী এবং রাজ্য পুলিশ সম্প্রতি অভিযানে নেমেছে।

ঝাড়খন্ড রাজ্য পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) বিপুল শুক্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, স্থলমাইন বিস্ফোরণে জাগুয়ার বাহিনীর ৬ সদস্য নিহত হয়েছে। অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গেছে। মাওবাদীদের পাকড়াওয়ে চিরুনি তল্লাশি শুরু হয়েছে।

নি এম/