eibela24.com
বুধবার, ১৭, জুলাই, ২০১৯
 

 
নিয়ামতপুরে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
আপডেট: ০৪:৫৮ pm ৩০-০৬-২০১৮
 
 


নওগাঁ জেলার নিয়ামতপুরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইসমত আরা জান্নাত (১৬) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার সকালে জান্নাতের নিজ শয়ন ঘর থেকে লাশ উদ্ধার করা হয়। তবে মৃত্যুর কারণ সঠিক জানা যায়নি। 

জান্নাত উপজেলার টিএলবি বাজার সংলগ্ন এমদাদুল হকের মেয়ে এবং নবম শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান, জান্নাত বৃহস্পতিবার রাতে পরিবারের সবার সাথে খাবার খেয়ে তার শয়ন ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে পরিবারের লোকজন অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে দেখতে পান জান্নাত গলায় ফাঁস দিয়ে ঘরের তীরের সাথে ঝুলে আছেন। পরে থানা পুলিশে খবর দিলে শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোরিকুল ইসলাম জানান, নিহতের গলায় ফাঁস দেওয়ার চিহ্ন ছাড়া অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে মনে হয়েছে। ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি দায়ের করা হয়েছে। তার মৃত্যুর ঘটনায় প্রেম অথবা অন্য কোনো ঘটনা থাকতে পারে। মৃত্যুর সঠিক কারণ জানতেই জান্নাতের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। কোনো তথ্য পেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নি এম/