eibela24.com
বুধবার, ১৭, জুলাই, ২০১৯
 

 
আফগানিস্তানে হিন্দু-শিখদের টার্গেট করে বিস্ফোরণে নিহত ১০
আপডেট: ০৮:৩৫ pm ০১-০৭-২০১৮
 
 


ফের বিস্ফোরণে কাঁপল আফগানিস্তান৷ আত্মঘাতী বিস্ফোরণে এখনও পর্যন্ত ১০ জন নিহত৷ শিখ-হিন্দুদের টার্গেট করে আত্মঘাতী হামলা হয় বলে জানাচ্ছে আফগান সংবাদ সূত্র৷ বিস্ফোরমে আহত অন্তত ৫৷

রবিবার জালালাবাদ সফরে আসেন প্রেসিডেন্ট আসরাফ ঘানি৷ আফগান সংবাদ সূত্রে খবর, শিখ-হিন্দুদের একটি দল ঘানির সঙ্গেই দেখা করতে আসছিলেন৷ জালালাবাদের সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ারও কথা ছিল ঘানির৷ তার আগেই বিস্ফোরণ৷

রবিবার জালালাবাদে রাজ্যপালের বাসভবনে ওঠেন প্রেসিডেন্ট৷ সেখানেই শিখ-হিন্দু ওই গোষ্ঠীর সঙ্গে বৈঠক ঠিক হয়৷ জালালাবাদের সংখ্যালঘু এলাকা পরিদর্শনের কথা ছিল ঘানির৷ জালালাবাদের পূর্ব শহরতলিতে সংখ্যালঘুদের বাস৷ দীর্ঘদিন ধরেই তারা অত্যাচারিত বলে খবর পাচ্ছিলেন ঘানি৷ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েই জালালাবাদে আসেন৷ আফগান সহ বেশ কয়েকটি সংবাদ সংস্থার দাবি, আফগান প্রেসিডেন্টকে কড়া বার্তা দিতেই সংখ্যালঘুদের টার্গেট করে বিস্ফোরণ হয়৷

এখনও পর্যন্ত বিস্ফোরণের দায় কোনও জঙ্গি সংগঠন স্বীকার করেনি৷ তবে, জালালাবাদের যে এলাকায় বিস্ফোরণ হয়েছে, সেই এলাকায় তালিবান ও ইসলামিক স্টেট জঙ্গি সংগঠন যথেষ্ট সক্রিয়৷ 

আফগানিস্তানের বিস্তীর্ণ অঞ্চলে শিখ ও হিন্দুদের অবস্থা শোচনীয়৷ দীর্ঘ দিন ধরেই বিভিন্ন জঙ্গি সংগঠনের টার্গেট সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা৷ পরিস্থিতি এতটাই শোচনীয় যে,গোটা আফগানিস্তানে শিখ-হিন্দুদের সংখ্যা কমে হাজারে ঠেকেছে৷

বিডি