eibela24.com
শুক্রবার, ১৯, এপ্রিল, ২০১৯
 

 
চরফ্যাশনে ঘুমন্ত স্কুলছাত্রীকে এসিড নিক্ষেপ
আপডেট: ০৩:০১ pm ০২-০৭-২০১৮
 
 


ভোলার চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়নে সোমবার সকালে ঘুমিয়ে থাকা অবস্থায় অষ্টম শ্রেণির এক ছাত্রীর ওপর এসিড নির্যাতনের ঘটনা ঘটেছে। এতে তার মুখমণ্ডলসহ শরীর ঝলসে গেছে। এসিডদগ্ধ ওই স্কুলছাত্রীর নাম আয়েশা।

পুলিশ জানায়, খবর পেয়ে এসিডদগ্ধ ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আয়েশার মা জানান, রাতে আয়েশা তার দাদী আফরোজা বেগমের সঙ্গে ঘুমিয়ে ছিল। ফজরের নামাজের কিছুক্ষণ আগে আয়েশার আর্তচিৎকার শুনে তারা দেখতে পান তার মুখ ঝলছে গেছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানাতে পারেনি আয়শার মা।  

শশীভুষণ থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত অব্যাহত রেখেছি।’

নি এম/