eibela24.com
শুক্রবার, ১৯, এপ্রিল, ২০১৯
 

 
১২ আগস্ট জাপানের রাজকুমারীর বিয়ে
আপডেট: ০৫:২১ pm ০২-০৭-২০১৮
 
 


রাজকুমারী মাকোর পথেই হাঁটলেন জাপানের আরেক রাজকুমারী আয়াকো। তিনিও নিজের পছন্দের ছেলের সঙ্গেই বিয়ে করবেন বলে ২৭ বছর বয়সী এই রাজকুমারী ঘোষণা করেছেন। আয়াকোর হবু বরের নাম কেই মোরিয়া। 

জানা গেছে, ১২ আগস্ট ট্র্যাডিশন মেনেই ৩২ বছরের মোরিয়ার সঙ্গে কোর্ট ম্যারেজ করবেন আয়াকো। এই অনুষ্ঠানকে 'নোসাই নো গি' বলা হয়। অনুষ্ঠান করে বিয়ে হবে অক্টোবরে।

জাপান রাজপরিবারের প্রয়াত রাজা প্রিন্স তাকামাদোর তৃতীয় কন্যাসন্তান আয়াকো। মা প্রিন্সেস হিসাকোই প্রথম মেয়ের সঙ্গে হবু জামাইয়ের আলাপ করিয়েছিলেন। মোরিয়ার প্রয়াত মা তাঁর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

রাজপরিবারের রীতি অনুযায়ী, সাধারণ মানুষের সঙ্গে বিয়ে করলে রাজপরিবার ছাড়তে হয়। সেই অনুযায়ী বিয়ের পরই রাজপরিবার ছেড়ে চলে যেতে হবে রাজকুমারী আয়াকোকেও। 

নি এম/