eibela24.com
মঙ্গলবার, ২২, জানুয়ারি, ২০১৯
 

 
ঠাকুরগাঁওয়ে নৈশকোচ-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ১২
আপডেট: ০৭:৪১ pm ০৬-০৭-২০১৮
 
 


ঠাকুরগাঁও সদর উপজেলা ২৯মাইল হাড়িপুকুর নামক স্থানে নৈশ কোচ নাবিল পরিবহন ও কাজী ফার্মের খাদ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত হয়েছে। 

শুক্রবার ভোর ৬টায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ১২জন। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, ভোরে ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা কাজী ফার্মের পোলট্রি খাদ্যবাহী ট্রাক রংপুর পীরগঞ্জের দিকে যাচ্ছিলেন ২৯ মাইল হাড়িপুকুরের কাছে আসলে বিপরীত দিক থেকে ঢাকা থেকে ছেড়ে আসা নাবিল কোচের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে কাজী ফার্মের গাড়ি চালক সাজ্জাদ (৩২) নিহত হয়। নিহত সাজ্জাদের বাড়ি মাগুরা জেলায়। 

এ দুর্ঘটনার ফলে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে ব্যাপক যানজট তৈরি হয়। প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের লম্বা লাইন পড়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে যান চলাচল স্বাভাবিক করে।


এসএইচ/বিডি