eibela24.com
মঙ্গলবার, ২৩, এপ্রিল, ২০১৯
 

 
থাইল্যান্ডে পর্যটকবাহী নৌকাডুবিতে ৩৩ জনের প্রাণহানি
আপডেট: ১০:৫৭ am ০৭-০৭-২০১৮
 
 


থাইল্যান্ডে পর্যটকবাহী নৌকাডুবির ঘটনায় ৩৩ জন নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণাঞ্চলীয় ফুকেট দ্বীপে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বেশিরভাগই চীনা পর্যটক। থাই কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। 

জানা গেছে, নৌকাটি ১৬ ফুট উঁচু ঢেউয়ের ধাক্কায় ডুবে যায়। এতে ৯৩ জন পর্যটক, ১১ জন ক্রু এবং একজন ট্যুর গাইড ছিলেন।

কর্তৃপক্ষ জানিয়েছ, উপকূলের সাত কিলোমিটার দূরে নৌকাটি ডুবে যায়। নিখোঁজদের সন্ধানে শনিবার ভোর পাঁচটায় পুনরায় অভিযান শুরু হয়েছ। আহত ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নৌ-পুলিশ জানিয়েছে, এ দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। নৌকাটি সঠিকভাবে নিবন্ধিত ছিল। যাত্রার সময় ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী নেওয়া হয়নি। 

ডুবে যাওয়া নৌকাটিতে ১০৫ জন যাত্রী ছিলেন, যাদের অধিকাংশই চীনা পর্যটক। সূত্র: বিবিসি

নি এম/