eibela24.com
শুক্রবার, ১৯, এপ্রিল, ২০১৯
 

 
রাশিয়া বিশ্বকাপ সেমিফাইনালে কে কার মুখোমুখি  
আপডেট: ১০:৩৫ am ০৮-০৭-২০১৮
 
 


দেখতে দেখতে রাশিয়া বিশ্বযজ্ঞ শেষধাপে চলে এলো। পর্দা উঠেছিল ১৪ জুন, নামবে ১৫ জুলাই। এখন সামনে কেবল সেমিফাইনাল ও ফাইনাল। ৩২ দল থেকে ১৬, ৮ হয়ে শনিবার ঠিক হল সেমির ৪ দল।

কোয়ার্টার ফাইনালে ব্রাজিল, সুইডেন, রাশিয়া ও উরুগুয়েকে হারিয়ে সেমিতে উঠেছে বেলজিয়াম, ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ও ফ্রান্স।

যথাক্রমে আগামী ১০ এবং ১১ জুলাই সেমিফাইনাল ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। একনজরে দেখে নেওয়া যাক সেমিফাইনালে কে কার মুখোমুখি এবং ম্যাচের সময়সুচিঃ-

তারিখ       সময় (বাংলাদেশ)    ম্যাচ      ভেনু  
১০ জুলাই মঙ্গলবার     রাত ১২ টা    ফ্রান্স বনাম বেলজিয়াম     সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়াম
১১ জুলাই বুধবার    রাত ১২ টা     ক্রোয়েশিয়া বনাম ইংল্যান্ড     লুঝনিকি স্টেডিয়াম

এই দুই ম্যাচের জয়ী দুই দল চলে যাবে বিশ্বকাপ ফাইনালে আগামী ১৪ জুলাই মুখোমুখি হবে।

নি এম/