eibela24.com
সোমবার, ২২, এপ্রিল, ২০১৯
 

 
স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন এরশাদ
আপডেট: ১১:০১ am ০৯-০৭-২০১৮
 
 


পাঁচ দিনের সফরে সিঙ্গাপুর যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

সোমবার (০৯ জুলাই) সকাল ৮টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-০০৮৪ ফ্লাইটে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। 

নিয়মিত চেক-আপের জন্য তিনি এ সফরে যাচ্ছেন বলে জানা গেছে। স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ১৪ জুলাই তাঁর দেশে ফিরে আসার কথা রয়েছে। রবিবার জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সফরসঙ্গী হিসেবে থাকবেন জাতীয় পার্টি মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, মেজর (অব.) খালেদ আখতার এবং শফিকুল ইসলাম সেন্টু।

নি এম/