eibela24.com
শনিবার, ২০, এপ্রিল, ২০১৯
 

 
ইটনায় ফাঁসিতে ঝুলে যুবকের আত্মহত্যা
আপডেট: ০৮:৪০ pm ০৯-০৭-২০১৮
 
 


কিশোরগঞ্জের ইটনা উপজেলা সদরের ঝালাবিছড়া হাটি গ্রামে রুয়েল মিয়া(২৩) নামের এক যুবক নিজ বাড়ীর বসত ঘরের আড়ায় রশিতে ঝুলে আত্মহত্যা করে। তার বাবার নাম তালে হোসেন।  

নিহতের বাবা তালে হোসেন জানান, আমার ছেলে রুয়েল মিয়া দীর্ঘদিন যাবৎ মস্তিষ্ক জনিত রোগে ভূগছিলেন। সোমবার সকালের খাবার খেয়ে আমার বসত ঘরে, রুয়েলের নিজ রুমে বিশ্রামে যায়। দুপুর গড়িয়ে এলে তাকে দেখতে না পেয়ে, রুয়েলের মা তার খাবারের জন্য তার নিজ রুমে তাকে ডাকতে গেলে, কোন সাড়া শব্দ না পেয়ে ও রুমের দরজা ভিতর থেকে আটকানো দেখে সন্দেহ হয়। পরে এলাকাবাসীর সহযোগীতায় রুমের দরজা ভেঙ্গে, রুয়েলকে ফাঁসিতে ঝুলে থাকতে দেখা যায়। 

খবর পেয়ে ইটনা থানার এসআই মোঃ ফারুক আহম্মেদ, এএসআই আজিজুল ইসলাম, এএসআই উজ্জল মিয়া নিহতের লাশ উদ্ধার করেন। 

ইটনা থানার চার্জ অফিসার ওসি (তদন্ত) মোহাম্মদ জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।  

এসএস/বিডি