eibela24.com
বুধবার, ১৭, জুলাই, ২০১৯
 

 
পুটখালী সীমান্তে ১২ নারী-পুরুষ ও শিশু আটক
আপডেট: ১০:১০ pm ১১-০৭-২০১৮
 
 


অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ১২ জন জন নারী-পুরুষ ও শিশু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। কিন্তু কোনও পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।

বুধবার সকাল সাড়ে ১১ টার সময় সীমান্তের পুটখালী গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটকদের বাড়ি যশোর, নড়াইল ও খুলনা জেলার বিভিন্ন এলাকায়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে বেশ কিছু নারী-পুরুষ ও শিশু অবৈধভাবে ভারতে যাওয়ার জন্য পুটখালী গ্রামের একটি একটি বাড়িতে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান পরিচালনা করে ৫ জন পুরুষ, ৫ জন নারী ও ২ জন শিশু আটক করে।

বেনাপোল পুটখালী বিজিবি কোম্পানি সদরের কমান্ডার সুবেদার মুন্সি লাবলুর রহমান ১২ জন নারী-পুরুষ ও শিশু আটকের বিষয়টি নিশ্চিত করে জানান অবৈধ অনপ্রবেশ আইনে মামলা দিয়ে আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।


এমএম/বিডি