eibela24.com
বুধবার, ২৪, এপ্রিল, ২০১৯
 

 
টুইটারে শীর্ষে ট্রাম্প, তৃতীয় নরেন্দ্র মোদি
আপডেট: ০৩:৪১ pm ১২-০৭-২০১৮
 
 


বিরোধিতা যতই থাকুক, তাই বলে অনুরাগীর সংখ্যায় কখনও ঘাটতি পড়ে না। টুইটার অ্যাকাউন্টে বিশ্বের সর্বাধিক অনুসৃত (মোস্ট ফলোওড) নেতাদের মধ্যে তৃতীয় স্থানে উঠে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ তালিকায় প্রথম স্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দ্বিতীয় স্থানে পোপ ফ্রান্সিস।

সম্প্রতি এক সমীক্ষা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সমীক্ষা বলছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পার্সোনাল টুইটার অ্যাকাউন্টে রয়েছে ৪২ মিলিয়ন ফলোয়ার৷ অন্যদিকে, ইন্সটিটিউশনাল অ্যাকাউন্টে রয়েছে ২৬ মিলিয়ন ফলোয়ার।

তথ্য অনুযায়ী, গত এক বছরে ভারতের প্রধানমন্ত্রী পেয়েছেন ৫২ মিলিয়ন প্রতিক্রিয়া (লাইক, রিটুইট)৷ আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৬৪ মিলিয়ন প্রতিক্রিয়া।

নি এম/