eibela24.com
শনিবার, ২০, জুলাই, ২০১৯
 

 
বানিয়াচংয়ে পানিতে ডুবে শিশু শ্রেষ্টা দাশ নিহত 
আপডেট: ১০:১৬ pm ১২-০৭-২০১৮
 
 


হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় পুকুরের পানিতে ডুবে দেড় বছর বয়সের শ্রেষ্টা দাশ নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুলাই) দুপুরে হবিগঞ্জ সদর হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত শ্রেষ্ঠা দাশ উপজেলার বসন্তপুর গ্রামের চন্দ্র দাশের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, শিশু শ্রেষ্টা দাশ সকালে বাড়ির উঠানে খেলা করার সময় পাশের পুকুরে পড়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে সঙ্গে সঙ্গেহবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। 

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের ডাক্তার রাজিব চৌধুরী নিহতের বিষয়টি নিশ্চিত করেন।


এসসি/বিডি