eibela24.com
বুধবার, ২৬, জুন, ২০১৯
 

 
ইসলামপুরে মাদক ও ওয়ারেন্টের আসামীসহ আটক ৫
আপডেট: ১০:২৪ pm ১২-০৭-২০১৮
 
 


ইসলামপুর থানা পুলিশ বুধবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে মাদক বিক্রেতা ও ওয়ারেন্টের আসামীসহ ৫জন গ্রেফতার করেছে।

থানা সূত্রে জানা যায়, বুধবার রাতে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনুজ্জামান খানের নির্দেশে এস আই হাফিজ ও এস আই হাদি ও সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার  পূর্ব বলিয়াদহ মাদক স্পট থেকে জাহিদ হাসান(২৫),মাহমুদুল হক(২৪),শুভ মিয়া(২২) গ্রেফতার করে। এছাড়াও একই দিন রাতে আ: আজিজ(২৬) ও বাছেদ(২৫) নামে দুই ওয়ারেন্টের আসামীকেও আটক করে পুলিশ।

ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনুজ্জামান খান জানান, আটকৃতদের বৃহস্প্রতিবার সকালে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।


ওএইচ/বিডি