eibela24.com
শনিবার, ২০, এপ্রিল, ২০১৯
 

 
১৯ ঘণ্টা পর বরযাত্রীবাহী নৌকার মাঝির লাশ উদ্ধার
আপডেট: ১০:২৬ pm ১২-০৭-২০১৮
 
 


হবিগঞ্জের মাধবপুরে বিদ্যুৎস্পর্শে খাস্টি নদীতে পড়ে নিখোঁজ হওয়ার ১৯ ঘণ্টা পর বরযাত্রীবাহী নৌকার মাঝি আবুল খায়েরের লাশ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে নদী থেকে স্থানীয়রা মাঝির লাশ উদ্ধার করেন। নিহত আবুল খায়ের পার্শ্ববর্তী নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের টেকপাড়া এলাকার মৃত রহমত আলীর ছেলে। এর আগে বুধবার দুপুর ১টার দিকে উপজেলার আদাঐর গ্রামের অদূরে খাস্টি নদীতে নিখোঁজ হন মাঝি। 

আদাঐর ইউপি চেয়ারম্যান ফারুক পাঠান জানান, বুধবার দুপুর ১টার দিকে পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর গ্রাম থেকে বরযাত্রী নিয়ে নৌকায় মাধবপুর উপজেলার জোয়ালভাঙা কনের বাড়িতে যাচ্ছিলেন পথে আদাঐর গ্রামের অদূরে খাস্টি নদীতে হেলে থাকা বিদ্যুতের তারে নৌকার বৈঠা লেগে মাঝি আবুল খায়ের বিদ্যুৎস্পর্শ হয়ে নদীতে পড়ে যান। এর পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। খবর পেয়ে সিলেট থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল সন্ধ্যা সাড়ে ৭টায় নদীতে উদ্ধার অভিযান চালালেও রাত ১টা পর্যন্তআবুল খায়েরের কোনো সন্ধান পায়নি। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে নদীতে লাশ ভেসে উঠলে পুলিশ তা উদ্ধার করে। 

মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, দুর্ঘটনায় নৌকার মাঝি নিহত হলেও নৌকার আরোহীরা অক্ষত রয়েছেন। নিহতের লাশ পরিবারের কাছে হস্তন্তর করা হয়েছে। এর আগেও একই স্থানে হেলে থাকা বিদ্যুতের তারে নৌকা লেগে একাধিকবার হতাহতের ঘটনা ঘটেছে।


এমআর/বিডি