eibela24.com
রবিবার, ২১, এপ্রিল, ২০১৯
 

 
চীনে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ১৯
আপডেট: ১০:৫৮ am ১৩-০৭-২০১৮
 
 


চীনের সিচ্যুয়ান প্রদেশের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন।

বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্ডাস্ট্রিয়াল পার্কের ওই কারখানায় বিস্ফোরণ ঘটে। 

শুক্রবার সকালে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে কি কারণে এই বিস্ফোরণ হয়েছে তা এখনও জানা যায়নি বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।

জিয়াং এলাকার কর্তৃপক্ষ জানায়, ইবিন হেংড়া টেকনোলজি পরিচালিত একটি কেমিক্যাল প্ল্যান্টে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। 
তবে কি কারণে এই বিস্ফোরণ হয়েছে তা এখনও জানা যায়নি। সরকার জানিয়েছে, বিস্ফোরণের কারণ বের করার জন্য তদন্ত শুরু হয়েছে। আহতরা সবাই শঙ্কামু্ক্ত রয়েছেন। 

ইবিন হেংড়া টেকনোলজির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও কোনও সাড়া পাওয়া যায়নি বলে জানায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে ২০১৫ সালে চীনে কেমিক্যাল প্ল্যান্টে বড় ধরনের বিস্ফোরণের ঘটনায় ১৭৩ জন নিহত হন।

নি এম/