eibela24.com
সোমবার, ১৮, ফেব্রুয়ারি, ২০১৯
 

 
জোড়া মাথার বেলা-সুন্দরী আর নেই
আপডেট: ০৯:৩৪ pm ১৩-০৭-২০১৮
 
 


শেরপুর শহরের মাধবপুরে ৭ জুলাই জন্ম নেয়া মাথা জোড়া লাগা যমজ দুই কন্যাশিশু বেলা ও সুন্দরী মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে চিকিৎসাধীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।

ওই যমজ শিশুর নানা আমিনুল ইসলাম জানান, শিশু দুটির মধ্যে শিশু সুন্দরী জন্ডিসে আক্রান্ত হলে বৃহস্পতিবার দুপুরে তাদের শেরপুর থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ওই যমজ দুই শিশুর অবস্থার অবনতি ঘটলে তাদের বৃহস্পতিবার রাত ৩ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডের আইসিইউতে নেয়া হয়। পরে শুক্রবার সকালে তারা মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের ডাক্তার শরিফুল ইসলাম শরিফ ও তার স্ত্রী শেরপুর সদর হাসপাতালের গাইনি বিভাগের ডা. নায়না হোসেন যমজ শিশু ও তাদের মায়ের চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন। তারাই ওই দুই যমজ শিশুর চিকিৎসার সবকিছুই দেখভাল করছিলেন।

বিডি