eibela24.com
সোমবার, ২২, জুলাই, ২০১৯
 

 
মাতামুহুরি নদীতে গোসল করতে নেমে ৫ স্কুলছাত্র নিখোঁজ
আপডেট: ০৯:৩৫ pm ১৪-০৭-২০১৮
 
 


কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরি নদীতে গোসল করতে নেমে পাঁচ স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে চকরিয়া মাতামুহুরি ব্রীজের নিচে এ ঘটনা ঘটে। 

স্থানীয় বাসিন্দা ও চকরিয়া ফায়ার সার্ভিস কর্মীরা মিলে তাদের উদ্ধার চেষ্টা চালাচ্ছেন। নিখোঁজ স্কুলছাত্ররা হলো- মোঃ রফিকুল ইসলামের ১০শ্রেণী পড়ুয়া ছেলে সায়ীদ জাওয়াদ অরবি, আলহাজ্ব আনোয়ার হোসেনের ১০শ্রেণী পড়ুয়া ছেলে আমিনুল হোসাইন এমশান, ৮শ্রেণী পড়ুয়া ছেলে মেহরাব হোসেন, কানু ভট্টাচার্যের ছেলে ১০শ্রেণী পড়ুয়া তূর্য ভট্টাচার্য ও একই শ্রেণীর অপর ছাত্র মোঃ ফারহান। তারা প্রত্যেকেই চকরিয়া গ্রামার স্কুলের ছাত্র।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চকরিয়া গ্রামার স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, স্কুলের অর্ধবার্ষিকীর পরীক্ষা শেষে স্কুলের পাঁচ ছাত্র মাতামুহুরি নদীর চরে ফুটবল খেলতে যায়। ফুটবল খেলা শেষে তারা নদীতে গোসল করতে নামলে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুদ্দীন মোঃ শিবলী নোমান বলেন, স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা নিখোঁজ ছাত্রদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। কিন্তু কক্সবাজারে প্রশিক্ষিত কোন ডুবুরি না থাকায় এখনো নিখোঁজ কোন স্কুলছাত্রকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে বিষয়টি ইতিমধ্যে বাংলাদেশ নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তাদের জানানো হয়েছে। তারা দ্রুত ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন।

সিডিজি/বিডি