eibela24.com
বুধবার, ২৪, এপ্রিল, ২০১৯
 

 
তামিল অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আপডেট: ০৫:৩১ pm ১৮-০৭-২০১৮
 
 


তিন বছরের বৈবাহিক জীবন কিন্তু কোনো সন্তান নেই। অবসাদে ভুগছিলেন তামিল অভিনেত্রী প্রিয়াঙ্কা। বুধবার সকালে বালাসারাভক্কমে বাড়ি থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে প্রিয়ঙ্কার মরদেহ।

পুলিশ সূত্রে খবর, বুধবার বাসার কাজ করতে এসে প্রিয়াঙ্কাকে ঝুলন্ত অবস্থায় দেখেন তার বাড়ির পরিচারিকা। সঙ্গে সঙ্গে বিষয়টি পড়শিদের জানান তিনি। প্রিয়াঙ্কার প্রতিবেশীরাই পুলিশকে ঘটনাটি জানায়।

তিন বছর আগে বিয়ে হয়েছিল প্রিয়াঙ্কার। স্থানীয় সূত্রের দাবি, পারিবারিক অশান্তির কারণেই নাকি আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে ৩২ বছরের এই অভিনেত্রীকে। সন্তান না হওয়ার কারণেই হতাশ ছিলেন অভিনেত্রী। আর তার জেরে পারিবারিক অশান্তি চরমে উঠেছিল। সম্প্রতি একাও থাকতে শুরু করেছিলেন তিনি।

বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা। তবে জনপ্রিয় হয়েছিলেন ‘ভামসাম’ নামক একটি সিরিয়ালে অভিনয়ের পর। তার চরিত্রের নাম ছিল ‘জ্যোতিকথা’। যে সিরিয়ালে মুখ্য ভূমিকায় অভিনয় করছিলেন রাম্যা কৃষ্ণন।

নি এম/