eibela24.com
রবিবার, ২১, জুলাই, ২০১৯
 

 
দেশজুড়ে শুরু হচ্ছে দুদিনের সাংস্কৃতিক উৎসব
আপডেট: ১২:০২ pm ১৯-০৭-২০১৮
 
 


তৃণমূলে সংস্কৃতির বিস্তার ঘটাতে দেশব্যাপী শুরু হচ্ছে সাংস্কৃতিক উৎসব। ৬৪টি জেলায় ২০ ও ২১ জুলাই একযোগে এ উৎসব হবে। ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ এ শ্লোগান নিয়ে সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের আয়োজনে আগামীকাল শুক্র ও শনিবার এ দুদিন দেশজুড়ে চলবে ‘সংস্কৃতি উত্সব’। জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি, জেলা শিক্ষা অফিস ও জেলা তথ্য অফিসের সহযোগিতায় উৎসব আয়োজন করছে সংস্কৃতি মন্ত্রণালয়।

কেন্দ্র থেকে তৃণমূলে সাংস্কৃতিক জাগরণ ঘটানোই আয়োজনের মূল উদ্দেশ্য। ৬৪ জেলায় একযোগে হবে দুদিনের উৎসব। অংশ নেবেন জেলা-উপজেলার শিল্পীরা। 

সাধারণ নীতিমালা অনুযায়ী সব আয়োজনে থাকবে রবীন্দ্র, নজরুল, দেশাত্মবোধক ও লোকগান। থাকবে ধ্রুপদী ও লোকনৃত্য, একক ও দলীয় অভিনয় এবং আবৃত্তি।
 
এ সাংস্কৃতিক উৎসব উপলক্ষে বুধবার সকালে সচিবালয়ের তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। 

এতে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতি সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদ, তথ্য সচিব আব্দুল মালেক, প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহার ও গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক জাকির হোসেন।

নি এম/