eibela24.com
মঙ্গলবার, ১৩, নভেম্বর, ২০১৮
 

 
তুরস্কে জরুরি অবস্থা প্রত্যাহার
আপডেট: ০৪:০৪ pm ১৯-০৭-২০১৮
 
 


দীর্ঘ দুই বছর ধরে চলা জরুরি অবস্থা প্রত্যাহার করেছে তুরস্ক। কথিত সামরিক অভ্যুত্থান ব্যর্থ হওয়ার  পর ২০১৬ সালের ১৫ জুলাই দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়। পরে বেশ কয়েকবার মেয়াদ বাড়ানোর পর শেষ পর্যন্ত তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। জরুরি অবস্থা প্রত্যাহারের বৃহস্পতিবার পার্লামেন্টে নতুন আইন প্রণয়ন করবে সরকার।

জরুরি অবস্থা চলার সময় সময়ে অন্তত ১০ হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও সরকারি চাকরি থেকে বরখাস্ত হয়েছে প্রায় ১ লাখ ৭০ হাজার।

এদের মধ্যে রয়েছে সুপ্রীম কোর্টের বিচারক, শিক্ষক, পুলিশ অফিসার ও কূটনৈতিক। প্রায় ২০০ সাংবাদিক এখনো জেলে আছে বলেও জানা গেছে।

এদের অনেককেই কোনো কারণ দর্শানো ছাড়াই বরখাস্ত করা হয় বলে অভিযোগ আছে। তবে সরকার মূলত বিরোধী শক্তিগুলোকে সমর্থনের অভিযোগেই তাদেরকে বরখাস্ত করা হয়।

গত জুনে অনুষ্ঠিত নির্বাচনের আগে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান ও তার দল একেপি নির্বাচনী প্রচারণায় জরুরি অবস্থা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এরদোয়ানের বিরুদ্ধে ২০১৬ সালের সামরিক অভ্যুত্থানে প্রায় ২৫০ জন নিহত হয়েছিল।

নি এম/