eibela24.com
রবিবার, ২৪, মার্চ, ২০১৯
 

 
মান্দায় বাস চাপায় আটোরিকশার চালকসহ দুইজন নিহত
আপডেট: ০৫:৫০ pm ১৯-০৭-২০১৮
 
 


নওগাঁর মান্দায় যাত্রীবাহী একটি বাসের চাপায় অটোরিক্সার চালকসহ দুইজন নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের দেলুয়াবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, উপজেলার সাটইল গ্রামের মৃত লালমন প্রামানিকের ছেলে অটোরিকশার চালক তসলিম উদ্দিন (৪৫) ও একই গ্রামের মৃত লহির উদ্দিনের ছেলে আজিজুল ইসলাম (৪০)। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আজিজুল ইসলাম উপজেলা সদর প্রসাদপুর বাজারের উদ্দেশ্যে প্রতিবেশি তসলিম উদ্দিনের অটোরিক্সায় চড়ে বাড়ি থেকে রওনা দেন। তাদের বহনকারী অটোরিকশাটি দেলুয়াবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে রাজশাহী থেকে নওগাঁগামী নিবিড় ট্রাভেল’স নামের বাসটি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তসলিম ও আজিজুলের মৃত্যু ঘটে।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধারসহ ঘাতক বাসটি হেফাজতে নেয়া হয়েছে।  

নি এম/মুরাদ