eibela24.com
মঙ্গলবার, ২৫, সেপ্টেম্বর, ২০১৮
 

 
এইচএসসিতে ফেল করায় ট্রেনে নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা সুদিপ্ত চন্দ্রের
আপডেট: ১০:৫২ am ২০-০৭-২০১৮
 
 


কুমিল্লা শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় ইংরেজীতে ফেল করায় সুদিপ্ত চন্দ্র (১৯) ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার করেছে। সে হাজিগঞ্জ মডেল কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিল। কুমিল্লার নগরীর কাপাড়িয়া পাট্টি এলাকায় থাকতো।

বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে আড়াইওড়া এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকা গামী কর্নফুলী এক্সপ্রেস নিচে ঝাঁপ দিলে এ ঘটনা ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন ছিলো সুদিপ্তের। কোচিং ও করছিলো সে লক্ষে নিয়ে কিন্তু দুপুরে ফলাফল ঘোষণার পর জানতে পারে ইংরেজীতে ফেল করেছে।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির আই সি মেজবাহ আলম জানান, সে এইচএসসি পরীক্ষার্থী ছিল। তবে সে আত্মহত্যা করেনি। কানে হেডফোন লাগিয়ে রেল লাইনে হাঁটতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। লাশ উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে।

নি এম/