eibela24.com
বুধবার, ১৯, জুন, ২০১৯
 

 
ঢাবির নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু
আপডেট: ১০:০০ pm ২১-০৭-২০১৮
 
 


ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের নির্মাণাধীন একটি দশতলা ভবন থেকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রংপুর জেলার মাইদুল ইসলাম (২৬) ও পাবনার বাসিন্দা স্বপন মিয়া (২৪)। 

হল সূত্রে জানা গেছে, হলের ভিতরে সন্তোষ ভট্টাচার্য ভবনের নবম তলার বাইরের পাশে দেওয়াল আস্তরণের কাজ করছিলেন মাইদুল ও স্বপন। এসময় হঠাৎ করে তারা নিচে পড়ে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক অসীম সরকার বলেন, “বিষয়টি নিয়ে হল কর্তৃপক্ষ কাজ করছে। নির্মাণাধীন প্রতিষ্ঠানের কোনো ত্রুটি থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

নি এম/