eibela24.com
মঙ্গলবার, ২০, নভেম্বর, ২০১৮
 

 
সিনিয়র বুশের চিকিৎসককে গুলি করে হত্যা
আপডেট: ০৯:৪৯ am ২২-০৭-২০১৮
 
 


যুক্তরাষ্ট্রে সাবেক প্রেসিডেন্ট সিনিয়র বুশের চিকিৎসককে গুলি করে হত্যা করা হয়েছে। হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মার্ক হসকনেস্ট সিনিয়র বুশের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন।

শুক্রবার টেক্সাস রাজ্যের হিউস্টনে টেক্সাস মেডিক্যাল সেন্টারের কাছে তাকে গুলি করে হত্যা করা হয়। 

সকালে হিউস্টনে টেক্সাস মেডিক্যাল সেন্টারের কাছে বাইসাইকেল চালাচ্ছিলেন ৬৫ বছর বয়সী মার্ক হসকনেস্ট। এই সময় আরেকটি বাইসাইকেল থেকে তাকে গুলি করা হয়। 

হিউস্টনের পুলিশ কর্মকর্তা ট্রয় ফিনার এক সংবাদ সম্মেলনে জানান, স্থানীয় সময় সকাল ৯টার কিছু আগে হামলাকারী দুটি গুলি করে পালিয়ে যায়। হামলাকারীকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

নি এম/